News:

 

বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস

পশ্চিম টাঙ্গাইলের কৃতি সন্তান মাকোরকোল গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে মেজর জেনারেল মাহমুদুল হাসান সাহেব জন্মগ্রহন করেন। তিনি ১৯৮৮ সালের বন্যাকবলীত কাকুয়া এলাকায় ত্রান সামগ্রী বিতরনের জন্য আগমন করেন। ঐ সময় কাকুয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মৌঃ মোঃ আব্দুছ ছবুর মাষ্টার এলাকার সার্বিক উন্নয়নের জন্য মন্ত্রী মহোদয়ের সঙ্গে দীর্ঘ আলোচনান্তে প্রত্যন্ত চরাঞ্চলের অবহেলিত মেয়েদের জন্য একটি স্বতন্ত্র বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ জানান। তাঁর অনুরোধে ১৯৮৯ সালে মেজর জেনারেল মাহমুদুল হাসান সাহেবের সহধর্মিনী জনাবা “হোসনেআরা হাসান বালিকা বিদ্যালয় নামে একটি বিদ্যালয়” প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৯৪ সালে তাঁদের ছোট ছেলে শাহরিয়ার হাসান মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরন করায় ছেলে শাহরিয়ার হাসানের স্মরণে বিদ্যালয়টির নামকরন করা হয় “শাহরিয়ার হাসান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়”। বিদ্যালয়টি ২০০২ সালে ১লা মে নিম্ন মাধ্যমিক হিসাবে এমপিও ভূক্ত হয়। পরবর্তী ২০০৩ ইং সালে বিদ্যালয়টি ৯ম শ্রেনী খোলার ও পাঠদানের অনুমতি লাভ করে এবং ২০১৩ ইং সালে বিদ্যালয়টি ৯ম শ্রেনী হিসেবে স্বীকৃতি পায়। গত ২০২২ ইং সালে বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে এমপিও ভূক্ত হয়। আরো উল্লেখ থাকে ২০২১- ২০২২ ইং অর্থ বছরে বিদ্যালয়টি ৪তলা ভবনের কাজ সম্পূর্ন হয়।