News:

প্রধান শিক্ষকের বানী

চর এলাকার শিক্ষানুরাগী জনাব মৌঃ মোঃ আব্দুছ ছবুর মাষ্টার সাহেবের অনুরোধে ১৯৮৮ সালে বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান সাহেবের নিকট ও তৎকালীন প্রেসিডেন্ট হুশেইন মুহাম্মদ এরশাদ সাহেবের নিকট একটি ব্যাতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন জানান। যার ফলশ্রুতিতে ০১/০১/১৯৮৯ সালে মেজর জেনারেল মাহমুদুল হাসান স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় অত্র বিদ্যালয়টি। প্রথমে মাহমুদুল হাসান স্যারের সহধমির্নী জনাবা হোসনেয়ারা হাসান বালিকা বিদ্যালয় নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। জেনারেল স্যারের ছোট ছেলে জনাব শাহরিয়ার হাসান ১৯৯৪ সালে সড়ক দূর্ঘটনায় মারা গেলে তাঁদের ছোট ছেলের নামেই এর নামকরন করা হয় “শাহরিয়ার হাসান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়”, কাকুয়া,টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। চরাঞ্চলের নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠানটি আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছে। ২০০৫ সাল থেকে বিদ্যালয়টি থেকে এসএসসি পরিক্ষা ও খেলাধূলায় অংশ গ্রহন করে সুনাম অর্জন করে আসছে। বিদ্যালটির বর্তমান ছাত্রী সংখ্যা ৫০০ (পাঁচশত) এর উপরে। ছাত্রী সংখ্যা দিন দিন বাড়ছে। আমি বিদ্যালটির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।